বর্তমানে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন। গত রোববার সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই বিষয়টি জানান এবং নিজের শহরে এমন পরিস্থিতির শিকার হওয়ায় আতঙ্ক প্রকাশ করেন।

‘নিজের শহরকে চিনতে পারছি না’

দেবচন্দ্রিমা জানান, গত কিছুদিন ধরে তার নাম নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তার সম্পর্ক এবং অন্যান্য ব্যক্তিগত বিষয় নিয়েও নানা ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, "নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা।"

পরিস্থিতির ভয়াবহতা থেকে রক্ষা পেতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। কলকাতা পুলিশের সহযোগিতায় তিনি এখন একজন দেহরক্ষীও পেয়েছেন। তবে অভিনেত্রী বলেন যে, তিনি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নন। এই ঘটনার পর তিনি প্রয়োজনে শহর ছেড়ে চলে যাবেন বলেও ইঙ্গিত দেন।