চলতি বছর বক্স অফিসে মুক্তি পাবে ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। ছবিটি ঘোষণা করা হয়েছিল দুই বছর আগে, তখন even ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল। কিন্তু হঠাৎ কাজ থেমে যায়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শুরু হয়েছে ‘Bengal’s Biggest Carnival’, যেখানে দেব তার পুরো টিম নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এর মধ্যেই দেবের পোস্ট করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে, ‘রঘু ডাকাত’-এর ভঙ্গিতে পোজ দিচ্ছেন দেব। ছবিটি মঙ্গলবার তিনি পোস্ট করেন। উল্লেখ্য, এর আগের রাতে পাঁচ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হলে কলকাতা ও সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
নেটিজেনরা নানা রকম মন্তব্য করেন। একজন লিখেছেন, “ঘাটালের জলে ভেসে উঠল কুমির।” আর একজন মন্তব্য করেছেন, “ঠিক সময়ে পোস্টটা, কলকাতাকে ‘ভেনিস’ বানিয়ে দিয়েছেন রঘু ডাকাত।” কেউ লিখেছেন, “রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।” আবার একজন লিখেছেন, “এতই অসাবধান হতে পারেন, কেউ এমন ছবি শেয়ার করতে পারবে।”