নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্স সাজাচ্ছে জমজমাট কনটেন্ট লাইনআপ। তালিকায় সবার আগে যে নামটা উঠে আসে, সেটি ‘ব্রিজারটন’। বহুল প্রতীক্ষিত এই ড্রামা সিরিজের চতুর্থ সিজনের প্রথম ভাগ মুক্তি পাবে ২৯ জানুয়ারি। তবে পুরো গল্প একসঙ্গে নয়, দ্বিতীয় ভাগ দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে, ৮ জানুয়ারি আসছে সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’। অ্যালিস ফিনির জনপ্রিয় মার্ডার মিস্ট্রি উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজে গল্প আবর্তিত হয়েছে এক ডিটেকটিভ ও এক সংবাদকর্মীকে ঘিরে। একটি রহস্যময় হত্যাকাণ্ড কীভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দম্পতিকে আবার মুখোমুখি দাঁড় করায়, সেটাই মূল টান।
শুধু নতুন সিরিজ নয়, নস্টালজিয়ার দিকেও নজর রেখেছে নেটফ্লিক্স। বড় পর্দার পুরোনো পছন্দের ছবিগুলোর মধ্যে জানুয়ারিতে ফিরছে ‘পিচ পারফেক্ট’, ‘ডুন’ এবং ‘ঘোস্টবাস্টার্স: অ্যানসার দ্য কল’। ছোটদের জন্য থাকছে ‘ডেসপিকেবল মি’ ও এর সিক্যুয়াল, যা যুক্ত হচ্ছে মাসের প্রথম দিনেই।
এক নজরে জানুয়ারির উল্লেখযোগ্য মুক্তি
-
১ জানুয়ারি: ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’, ‘ডুন’, ‘ডেসপিকেবল মি’ (১ ও ২), ‘পিচ পারফেক্ট’, ‘ডিসট্রিক্ট নাইন’
-
৫ জানুয়ারি: ‘মানডে নাইট র : ২০২৬’
-
৮ জানুয়ারি: ‘হিজ অ্যান্ড হার্স’, ‘লাভ ইজ ব্লাইন্ড: জার্মানি’ (সিজন ২)
-
১৫ জানুয়ারি: ‘আগাথা ক্রিস্টি’স সেভেন ডায়ালস’, ‘দ্য আপশ’স’ (পার্ট ৭)
-
২৯ জানুয়ারি: ‘ব্রিজারটন’ (সিজন ৪, পার্ট ১)
সব মিলিয়ে বলা যায়, নতুন বছরের প্রথম মাসেই দর্শকদের বিনোদনের ঘাটতি রাখছে না নেটফ্লিক্স।