মিথিলার সাম্প্রতিক এক ভিডিও সাক্ষাৎকার পুরো গল্পটাই নতুন দিকে ঘুরিয়ে দিল। জানালেন, এখন তিনি মুম্বাইতে, সঙ্গেও আছেন সৃজিত। কবে গেছেন সেই সময়টা পরিষ্কার নয়, তবে একটি সংবাদমাধ্যমের সূত্রে বিষয়টি প্রকাশ্যে আসে।
সাক্ষাৎকারে মিথিলা হাসিমুখে বললেন, সৃজিতের পরিবারের বেশ কয়েকজনকে এতদিন দেখা হয়নি। এবার সবার সঙ্গে আড্ডা, পরিচয় আইরাকেও নিয়ে ঘুরেছেন। গত বছর শেষবার দেখা হয়েছিল, তারপর আর হয়নি। তাই এবার জমিয়ে সময় কাটিয়েছেন, যদিও খুব একটা ঘোরাঘুরি হয়নি।
বোম্বে ঘোরার প্রসঙ্গে তিনি মজার ঘটনাও শোনালেন। গেটওয়ে অব ইন্ডিয়া দেখতে চাইলে সৃজিত তাকে বলে বসেন, জায়গাটা নাকি কাপড় দিয়ে ঢেকে রাখা! এতটাই বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলেন যে তিনি গুগল করে দেখেন, এত বড় জায়গা ঢেকে রাখার প্রশ্নই ওঠে না। পরে বুঝেছেন, এভাবেই মাঝে মাঝে তাকে মজা করেন সৃজিত।
ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন দুটো নিয়েই মিথিলাকে ঘিরে আলোচনার শেষ নেই। বিশেষ করে সৃজিত-মিথিলা দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন বহুদিন ধরে চলেছে। বিচ্ছেদের খবর ছড়ালে এক পডকাস্টে তিনি কিছুটা রহস্য রেখেই কথা বলেছিলেন।
তখন মিথিলা বলেছিলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর তিনি কলকাতায়ই যাননি, ভিসাও নেই। সঞ্চালক সরাসরি জানতে চাইলে সৃজিত এখনও তার স্বামী কি না, তিনি জবাব এড়িয়ে যান, “যারা বলছে তারা বলছে, আমি কিছু বলব না।” তবে এটুকু জানান যে তার পাসপোর্টে এখনও সৃজিতের নাম আছে।