মোশাররফ করিম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিল্পবোধসম্পন্ন মানুষ মাত্রই সুন্দরকে ভালোবাসে। তিনি স্পষ্ট করে বলেন, “আমি বিশ্বাস করি শিল্পবোধসম্পন্ন মানুষ সুন্দরকে ভালোবাসে। সে কখনো ধ্বংসের পক্ষে থাকে না।” তাঁর মতে, “শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ।” এই গুণী অভিনেতা মনে করেন, যারা ধ্বংস নয়, বরং সৃজনশীলতার পক্ষে থাকে, সমাজে এবং রাষ্ট্রে সেই ধরনের শিল্পবোধসম্পন্ন মানুষের সংখ্যা আরও বাড়ানো উচিত।

বর্তমানে মোশাররফ করিম টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা এই তিন মাধ্যমেই সমানভাবে ব্যস্ত সময় পার করছেন। কাজের ব্যস্ততার মধ্যেই তিনি তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হয়েছেন। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর এই সিনেমাটি নির্মাণ করবেন।

এই ছবিতে মোশাররফ করিমের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ এবং সাবিলা নূর। সিনেমাটির চিত্রায়ণ চলতি বছরের ডিসেম্বর মাস থেকে দেশ ও দেশের বাইরে শুরু হবে এবং এটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।