মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার তিন দিন পেরোলেও হাসপাতাল ছাড়তে পারেননি মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের ভাষায়, আশা মতো অগ্রগতি নেই তাঁর অবস্থায়।

২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রাথমিক রাউন্ডে অংশ নেন। উজ্জ্বল কমলা গাউন আর উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ ভুল করে নিচে পড়ে যান তিনি।

আইসিইউতেই কাটাতে হবে আরও অন্তত এক সপ্তাহ

২১ নভেম্বর ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন জানায়, তাঁর অবস্থা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে কমপক্ষে সাত দিন রাখতে হবে। পাশে রয়েছেন তাঁর বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস এবং মা মোরিন হেনরি।

ফিলিসিয়া জানান, গ্যাবির অগ্রগতি প্রত্যাশামতো নয়, তবু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বিশেষজ্ঞ দল নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে।

প্রার্থনার অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

সংগঠনের অনুরোধ জ্যামাইকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকেরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, নেতিবাচক মন্তব্য কিংবা অনুমাননির্ভর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিবারের মানসিক অবস্থার কথা ভেবে সবাইকে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধও এসেছে।

আগে যা জানিয়েছিলেন চিকিৎসকেরা

দুর্ঘটনার পরই তাঁকে থাইল্যান্ডের পাওলো রাংসিট হাসপাতালে ভর্তি করা হয়। তখন জানানো হয়েছিল, আঘাত প্রাণঘাতী নয়, তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে বেশ কিছু পরীক্ষা প্রয়োজন হবে।