অভিনেত্রী মিমি চক্রবর্তী তার নতুন সিনেমা ‘রক্তবীজ ২’-এর রোমান্টিক গান ‘চোখের নীলে’-তে তার বিকিনি লুক নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। টিজারের পর আজ বুধবার গানটি অনলাইনে মুক্তি পেয়েছে, যেখানে মিমিকে থাইল্যান্ডের সমুদ্রসৈকতে নীল বিকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা গেছে।
এই গানে মিমি এবং তার সহ-অভিনেতা আবির চ্যাটার্জির ঘনিষ্ঠ প্রেম দেখানো হয়েছে। কখনো আবিরের কোলে বসে, আবার কখনো দোলনায় বসে প্রেমে মত্ত হয়েছেন তারা।
অনুপম রায় এবং নতুন গায়িকা সুচন্দ্রিকা গোলদার গানটিতে কণ্ঠ দিয়েছেন। এই গানটি ছাড়াও ছবির অন্যান্য গান, যেমন ‘বাবুর মা’ এবং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে নুসরাত জাহান অভিনীত আইটেম গানটি ব্যাপক সাড়া ফেলেছে।
শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’ চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে।