অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়ের মৃত্যুর এক সপ্তাহ পর আবেগঘন ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করেছেন শাওন। তিনি লেখেন, গত অক্টোবর ২৩ তারিখ সকাল ৬টা ১১ মিনিটে তার মা চলে গেছেন। সাত দিন পেরিয়ে গেলেও ঘুম ভাঙলে এখনও মনে হয় হাসপাতালে গেলেই মাকে দেখতে পাবেন।
শাওন তার পোস্টে বলেছেন যে, ২০১২ সালের জুলাই মাসের পর থেকে তার শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, তার সাহস এবং তার শক্তি সবকিছুই ছিলেন তার মা।
তিনি আরও বলেন, "আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ ভালো কিছু থাকে, সেটা তাঁর আদর্শ, তাঁর শিক্ষা। আর মন্দটুকু পুরোটাই আমার।" মায়ের জন্য শুভকামনা এবং অসুস্থতার সময় যারা দোয়া করেছেন, তাদের প্রতি তিনি ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মায়ের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, 'পরম করুণাময় আল্লাহ আমার মাকে অনন্ত শান্তি দান করুক। ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা’ (হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন)।"
উল্লেখ্য, বেগম তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত (জামালপুর, শেরপুর) এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত (ফেনী) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।