পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তাঁর মেয়ে মানি (স্বস্তিকা মুখার্জির মেয়ে)-কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। মেয়েকে নিয়ে স্মৃতিচারণা করে তিনি লিখেছেন, কীভাবে তিনি মা হিসেবে মেয়ের পাশে বটগাছের মতো ছায়া দিয়েছেন।

মেয়ের স্বপ্ন এবং মায়ের স্মৃতিচারণ

স্বস্তিকা মনে করিয়ে দেন, মানি ছোটবেলা থেকেই তার সঙ্গে সব জায়গায় যেত। অভিনেত্রীর মনে পড়ে না যে মানি বড় হওয়ার পর তিনি তাকে ছাড়া কোথাও গেছেন। মানির সবচেয়ে প্রিয় জায়গা ছিল ইংল্যান্ড। সেখানেই পড়তে যাওয়ার ইচ্ছা ছিল তার। স্বস্তিকা লেখেন, মানি তখনই বলত, "মা এখানে আমি একদিন পড়াশোনা করতে আসব। তারপর চাকরি করব। তুমি এখানে এসে আমার কাছে থাকবে। তুমি তো তখন বুড়ি হয়ে যাবে, একা একা তো থাকতে পারবে না।"


মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মা

স্বস্তিকার মেয়ে মানি মনোবিজ্ঞানে এমএসসি করে এখন কার্ডিফ থেকে লন্ডনে পাড়ি দিয়েছেন। পড়াশোনায় ভালো ফল করে তিনি বিশ্বের একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং মনের মতো একটি চাকরিও পেয়েছেন।

মেয়ের এই নতুন যাত্রা নিয়ে স্বস্তিকা আবেগাপ্লুত হয়ে লিখেছেন, "খালি বাড়ি আসার সময়টা বের করে ফেললেই হবে। সন্তানেরা যা হওয়ার স্বপ্ন দেখে তার দিকে গুটিগুটি পায়ে এগিয়ে যেতে দেখাতেই সর্বসুখ।"

স্নেহময়ী মায়ের স্বীকারোক্তি

স্বস্তিকা জানান, তাঁর মেয়ে আবেগপ্রবণ হয়ে তাকে ধন্যবাদ দিতে এলেই তিনি বলেন, "সব তুমি করেছ মা আমার, বিদেশবিভুঁইয়ে একা থেকেছ, প্রচুর পরীক্ষা দিয়েছ, অনেক খেটেছ। সবটা তোমার প্রাপ্য।"

এরপর মা হিসেবে নিজের ভূমিকা তুলে ধরে স্বস্তিকা বলেন:

"মা হয়ে আমি পেছনে বটগাছের মতন ছায়া দিয়েছি খালি, ওটাই আমার কাজ, আর কিছু করিনি। সন্তানদের স্বপ্ন পূরণ হোক, ওদের জীবনে আলো থাক, আতশবাজি থাক, মায়েরা আশ্রয় হয়ে থাক বটগাছের মতন।"
পোস্টের সঙ্গে তিনি মেয়ের সঙ্গে প্রায় ১৪-১৫ বছর আগে লন্ডনে তোলা একটি পুরোনো স্থিরচিত্রও শেয়ার করেছেন।