তরুণ অভিনেতা লক্ষ্য লালওয়ানি, যিনি গত বছর সিনেমা ‘কিল’ দিয়ে বেশ নজর কেড়েছিলেন, বর্তমানে আবার আলোচনায় এসেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্যা ব্যাডস অব বলিউড’*-এর প্রধান চরিত্র ‘আসমান সিং’ হিসেবে অভিনয় করে। সম্প্রতি রণবীর আলাহবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তাঁর সংগ্রামের কথা তুলে ধরেছেন।

টিভি থেকে সিনেমা: বড় সিদ্ধান্ত

বলিউডে আত্মপ্রকাশের আগে লক্ষ্য লালওয়ানি ছোট পর্দায় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি ‘পেয়ার তুনে কেয়া কিয়া’ এবং ‘পরদেশ ম্যা মেরি দিল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। তবে চলচ্চিত্রে প্রবেশ করার আগে তাঁকে একটি বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল।

সাক্ষাৎকারে লক্ষ্য জানান, "আমি যখন 'পরুস' সিরিয়ালে কাজ করছিলাম, তখন আমাকে একটি নতুন শো-এর প্রস্তাব দেওয়া হয়। তারা প্রতিদিন ১৫ হাজার রুপি দিতে চেয়েছিল।" এই অর্থের পরিমাণ সেই সময় লক্ষ্যের কাছে যথেষ্ট লোভনীয় ছিল। লক্ষ্য বলেন, তিনি তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান। উত্তরে তাঁর বাবা বলেন, "তারা প্রতিদিন তোমাকে যা দিতে যাচ্ছে, সেটা তো আমার পুরো মাসের বেতন। তাই প্রস্তাবটা নিয়ে নাও।"

ছোট পর্দার এই দৈনিক পারিশ্রমিক (যা মাসে প্রায় ৪.৫ লাখ রুপি বা ৪০ লাখ টাকার কাছাকাছি হতে পারে) ছিল একটি বড় প্রলোভন। কিন্তু লক্ষ্যর দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তাঁর কাছে এটি কেবল অর্থের হিসাব ছিল না; এটা ছিল তাঁর স্বপ্ন এবং সুযোগের প্রতীক। বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়ার লক্ষ্যে তিনি সেই মোটা অঙ্কের টাকার প্রস্তাবটি ছেড়ে দিয়ে নিজের স্বপ্নের পিছনে দৌড়ানোকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।

লক্ষ্যের এই সিদ্ধান্তই প্রমাণ করে যে অর্থ নয়, বরং অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা এবং বড় তারকা হওয়ার উচ্চাকাঙ্ক্ষাই তাঁকে চালিত করেছে।