একসময় বড় পর্দা ও ছোট পর্দায় নিয়মিত দেখা যেত অভিনেত্রী কুসুম শিকদারকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ কিংবা ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। অথচ সাম্প্রতিক সময়ে পর্দায় তাঁকে খুব কমই দেখা যায়। অবশেষে এই ‘নীরবতা’ নিয়ে চ্যানেল টুয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে হাজির হয়ে কুসুম শিকদার দীর্ঘ বিরতি, কাজের নির্বাচন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
হঠাৎ করে তিনি হারিয়ে গেছেন কি না এমন প্রশ্নের জবাবে কুসুম শিকদার বলেন, "হারিয়ে গেলাম কোথায়? যদি কাজের কথা বলেন, তাহলে নাটক করতেই আমার আগ্রহ নেই এখন। সিনেমার অনেক প্রস্তাবই এসেছে। চাইলে কাজ করতে পারতাম, কিন্তু আমি একটু খুঁতখুঁতে, একটু পারফেকশনিস্ট। প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই মনে হয়েছে কোথাও ঘাটতি আছে, বা যাঁরা বানাচ্ছেন, তাঁরা পুরোপুরি প্রস্তুত নন। তাই সেগুলো করা হয়নি।"
তিনি জানান, ‘শরতের জবা’ সিনেমা মুক্তির পর তিনি অন্তত ১২টি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমি ধীরগতির মানুষ। ধীরে কাজ করি। আমার বিশ্বাস, ধীরলয়ে কাজ করলে মানটাও ভালো হয়। সিনেমার জন্য এক বছর খুব কম সময়। মনমতো গল্প, প্রস্তুত প্রজেক্ট হলে অবশ্যই আমি করব।"
অনুষ্ঠানে নিজের রূপ ও ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে কুসুম শিকদার বলেন, বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতরের পরিচর্যাই আসল। তিনি বলেন, "আমি মন খুব সতেজ রাখার চেষ্টা করি। পারতপক্ষে মিথ্যে বলি না। কৃতজ্ঞ মানুষ হতে চেষ্টা করি। আমার বিশ্বাস, ভেতরে যদি এগুলো থাকে, তাহলে সেটার প্রভাব বাইরেও পড়ে। মানুষকে সুন্দর রাখে।" কুসুম শিকদারের মতে, পর্দায় নিয়মিত থাকা নয় ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়াটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।