প্রাথমিক তথ্য বলছে, সম্প্রতি কীর্তন নাদাগৌড়ার ছেলে চিরঞ্জীবী সোনার্শ অজান্তেই লিফটে খেলতে ঢুকে পড়ে। সে সময় লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি হঠাৎ নিচে নেমে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও দুর্ভাগ্যজনকভাবে শিশুটিকে বাঁচানো যায়নি।
এই মর্মান্তিক ঘটনায় রাজনীতিক ও অভিনেতা পবন কল্যাণ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের অকালপ্রয়াণ আমাদের সবার জন্যই হৃদয়বিদারক। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন ঈশ্বর কীর্তন ও তাঁর স্ত্রীকে দেন।
কীর্তন নাদাগৌড়া দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত নাম। ‘কেজিএফ’ সিনেমার সহ-পরিচালক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। দীর্ঘদিন ধরে কন্নড় সিনেমার নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত থেকে প্রশান্ত নীলের সঙ্গে ‘কেজিএফ’ ও ‘সালার’-এর মতো আলোচিত ছবিতে সহ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন।