জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি তার ছোট ভাইয়ের জন্মদিনে তার সঙ্গে ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের শিকার হয়েছেন। এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কারণে পরের দিনটি তার মন খারাপেই কেটেছে বলে জানান তিনি।
ভাইয়ের প্রতি ভালোবাসা, ট্রলকারীদের নোংরা মানসিকতা
গত শনিবার ছিল কেয়া পায়েলের ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান)-এর জন্মদিন। অভিনেত্রী তার ছোট ভাই ও ৬ বছর বয়সী ছোট বোনকে ঘিরেই তার সবকিছু বলে জানান। ছোট ভাই দ্বীপ কলেজে পড়ে। জন্মদিনে ভাইকে আদর করে চুমু দেওয়া এবং খুনসুটির কিছু মজার ছবি তিনি স্মৃতি হিসেবে ফেসবুকে পোস্ট করেন।
কিন্তু এই ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষের কাছ থেকে তিনি বিকৃত ও নোংরা মানসিকতার মন্তব্য পেতে শুরু করেন। পায়েলের পোস্ট করা ভাই-বোনের ছবি নিয়ে কিছু মানুষ এমন মন্তব্য করেন যে তারা আপন ভাই-বোন নন, এমনকি কেউ কেউ তাদের সম্পর্ক নিয়েও নানা কথা লিখেছেন।
ট্রল নিয়ে কেয়া পায়েলের ক্ষোভ
এ ধরনের মন্তব্যে কেয়া পায়েল ভীষণ মন খারাপ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি স্ট্যাটাসে লিখে পর্যন্ত দিয়েছি যে ও আমার আপন ছোট ভাই। তারপরও কিছু মানুষের মন্তব্যে মনে হয়েছে, তারা বিকৃত মস্তিষ্কের। তাদের বিন্দু পরিমাণ কমনসেন্স নেই, কোথায় কোন কথা বলতে হয় বা লিখতে হয়।”
তিনি আরও বলেন, কোনো কিছু না জেনেই কিছু মানুষ মন্তব্য করে, যা অন্যদের জীবনে কী প্রভাব ফেলবে তা তারা ভাবে না। তিনি প্রশ্ন তোলেন, "ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কী অন্যায় করছি।"
ব্যক্তিগত জীবন ও নতুন কাজ
অভিনয়ের পাশাপাশি কেয়া পায়েল বর্তমানে তার নতুন ব্যবসা, উত্তরা ৩ নম্বর সেক্টরে ‘মেকওভার অ্যান্ড সেলুন’-এর দেখাশোনা নিয়ে ব্যস্ত। তিনি জানান, আগামী মাসের প্রথম দিন থেকে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘আমাদের গল্প’ নামে একটি নতুন ধারাবাহিকে তিনি কাজ শুরু করতে চলেছেন।