কার্তিক আরিয়ানের সাম্প্রতিক গোয়া ভ্রমণ ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
নতুন বছর শুরুর পর সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করে কাজের ব্যস্ততার আগে কিছুটা বিরতি নিতে গোয়ায় পাড়ি দেন কার্তিক। কিন্তু সেখানকার সমুদ্রসৈকতে তোলা তাঁর একটি স্বচ্ছন্দ মুহূর্তের ছবি অনলাইনে আসতেই আলোচনা অন্যদিকে মোড় নেয়। ভক্তরা লক্ষ্য করেন, একই সময়ে কারিনা কুবিলিউট নামের এক তরুণীর পোস্ট করা ছবির সঙ্গে কার্তিকের ছবির পটভূমির বিস্ময়কর মিল রয়েছে। সমুদ্রসৈকত, আলো এমনকি অ্যাঙ্গেলও প্রায় একরকম বলে দাবি করছেন অনেকে।
আরও আগুনে ঘি ঢালে এই তথ্য যে, দুটি ছবিই একই দিনে পোস্ট করা হয়েছিল। সেই সময় ইনস্টাগ্রামে কার্তিক ও কারিনা একে অপরকে ফলো করছিলেন বলেও নজরে পড়ে। পরে ছবিগুলো ভাইরাল হওয়ার পর দুজনই একে অপরকে আনফলো করেন, যা জল্পনাকে আরও উসকে দেয়। যদিও এ বিষয়ে কার্তিক আরিয়ানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। আপাতত তিনি গোয়ায় শান্ত সময় কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে।
কাজের দিক থেকে কার্তিকের সময় বেশ ব্যস্ত। সম্প্রতি তাঁকে অনন্যা পান্ডের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে দেখা গেছে। সামনে অনুরাগ বসু পরিচালিত একটি রোমান্টিক ড্রামায় শ্রীলীলার সঙ্গে অভিনয় করবেন তিনি। পাশাপাশি ধর্মা প্রোডাকশনসের বহুল আলোচিত ছবি ‘নাগজিলা’-তে রূপান্তরকারী সাপের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা।