কাপুর পরিবারের জন্য ২০২৫ সালটি ছিল অত্যন্ত বেদনাদায়ক ও আতঙ্কের। বছরের শুরুতেই, ১৬ জানুয়ারি মুম্বইয়ের বান্দ্রায় সাইফ আলি খানের ওপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অতর্কিত হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই মারাত্মক আক্রমণে সইফ গুরুতর আহত হন এবং তাঁর মেরুদণ্ডে প্রায় পাঁচ ঘণ্টা ব্যাপী একটি জটিল অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘ চিকিৎসার পর অভিনেতা সুস্থ হয়ে ফিরলেও সেই দুঃসহ স্মৃতি পরিবারটিকে এক গভীর অনিশ্চয়তা ও সংকটের মুখে ফেলে দিয়েছিল।

বছর শেষে সেই কঠিন দিনগুলোর স্মৃতি রোমন্থন করে করিনা কাপুর খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেন যে, এই বছরটি তাঁদের পুরো পরিবারের জন্য ছিল এক অগ্নিপরীক্ষার মতো, যেখানে তাঁরা অনেক কেঁদেছেন এবং প্রতিকূলতার বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়াই করেছেন। বর্তমানে সপরিবারে অজ্ঞাত কোনো স্থানে ছুটি কাটাতে থাকা করিনা জানান, এই পরিস্থিতি তাঁদের শিখিয়েছে যে সন্তানদের অদম্য সাহস এবং পারস্পরিক ভালোবাসা দিয়ে যেকোনো কঠিন সময়কে জয় করা সম্ভব।

করিনা তাঁর বার্তায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সর্বোপরি ঈশ্বরকে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের কঠিন সময়ে পাশে থাকার জন্য। সমস্ত নেতিবাচক স্মৃতি পেছনে ফেলে তাঁরা এখন ২০২৬ সালকে নতুন উদ্যম, পজিটিভিটি এবং কৃতজ্ঞতা নিয়ে বরণ করে নিতে প্রস্তুত। নিজের কাজের প্রতি ভালোবাসা এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী এই দুঃসহ অধ্যায়টি চিরতরে মুছে ফেলে এক সুন্দর আগামীর প্রত্যাশা ব্যক্ত করেছেন।