ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে আবারও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ ঘটনায় ক্যাফেতে গুলিবর্ষণের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা  এবারও কি লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার পেছনে?

জল্পনা সত্যি প্রমাণিত হয়েছে, কারণ হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য,  কূলদীপ সিন্ধু ও গোল্ডি ঢিলো। তারা নিজেদের সামাজিক মাধ্যমে জানায়, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই।

এক পোস্টে তারা লেখে, “আমি কূলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিলো, হামলার দায় নিচ্ছি। আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তবে যারা অনৈতিক কাজে জড়িত, সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তাদের জন্যই এই সতর্কবার্তা।”

এর আগেও কপিল শর্মার রেস্তোরাঁয় দু’বার হামলার ঘটনা ঘটেছে, এবং দুই ক্ষেত্রেই দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

তবে সাম্প্রতিক ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কানাডায় নিজের রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন কপিল। এরপর থেকেই একের পর এক বিপত্তি জড়াচ্ছে তাঁর নামের সঙ্গে। যদিও ব্যবসার দেখভাল মূলত করেন তাঁর স্ত্রী।

এর আগে গত ৯ জুলাই ভোরে ক্যাফে খোলার পরপরই গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালায়। সেই সময় হামলার দায় স্বীকার করেছিলেন হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি।