বক্স অফিস কাঁপাচ্ছে ‘কান্তারা ১’। সিনেমাটি দর্শকদের মুগ্ধ করছে এবং এর প্রিক্যুয়েল সবকিছু ছাড়িয়ে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে। সিনেমাটির পরিচালক তথা অভিনেতা ঋষভ শেট্টির নিজের বিনিয়োগ ছিল এই ছবিতে। এবার প্রকাশ্যে এল, ‘কান্তারা ১’-এর অভিনেতাদের পারিশ্রমিক তালিকা।
ঋষভ শেট্টির পারিশ্রমিকের ধরন
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তারা’ প্রথম সিনেমাটি আয় করেছিল ২৩২ কোটি রুপি। জানা যায়, সেই ছবিতে ঋষভ শেট্টি ১২৫ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন। তবে ঋষভ পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে একটু ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। অভিনেতা তথা পরিচালকের বক্তব্য ছিল, ছবি কেমন ফলাফল করে বা ব্যবসা করে, তার উপরেই নির্ভর করবে তার পারিশ্রমিক। অর্থাৎ ছবি যত বেশি ব্যবসা করবে, তিনিও তত বেশি পারিশ্রমিক পাবেন। সেইমতোই তিনি পারিশ্রমিক নেন এবং প্রথম ছবির সাফল্যের পরে তিনি চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
‘কান্তারা ১’-এর অভিনেতাদের পারিশ্রমিক
‘কান্তারা ১’ ছবিতে ঋষভ ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, সপ্তমী গৌড়া, গুলশন দেবাইয়া ও জয়রাম। প্রত্যেকেই এই ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকার পারিশ্রমিক পেয়েছেন। তবে ‘কান্তারা ১’ ছবিতে ঋষভ কত বিনিয়োগ করেছেন এবং কত তিনি পারিশ্রমিক পেতে চলেছেন, তা এখনও পরিষ্কার নয়।