সংগীতশিল্পী কনকচাঁপা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও সাংস্কৃতিক অঙ্গনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, তারা কোনোভাবেই ওসমান হাদির প্রকৃত আদর্শের অনুসারী হতে পারে না। কনকচাঁপা উল্লেখ করেন যে, ওসমান হাদির নাম ব্যবহার করে যারা শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগ করছে, তারা মূলত হাদির চিন্তাধারাকেই কলঙ্কিত করছে।
তিনি হাদির একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, হাদি সবসময় বলতেন তিনি তাঁর শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চান। কনকচাঁপার মতে, বর্তমান নৈরাজ্য এই মানবিক ও ন্যায়বিচারবাদী দর্শনের সম্পূর্ণ বিপরীত। এই শিল্পী আরও জানান যে, ওসমান হাদি কখনোই সহিংসতার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলার কথা বলেননি, বরং তিনি আহ্বান জানিয়েছিলেন সুস্থ ও ভালো সংস্কৃতি চর্চার মাধ্যমে পরিবর্তন আনার। কনকচাঁপা মনে করেন, যারা রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক সম্পদ ধ্বংস করছে, তারা কখনোই শান্তিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না।