মালয়ালাম সিনেমা জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছেন অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। ডোমিনিক অরুন পরিচালিত 'লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা' ছবিতে ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করে তিনি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছেন। এর মাধ্যমে তিনি এই ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রী হিসেবে রেকর্ড গড়লেন।

বক্স অফিসের রেকর্ড

গত ২৮ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মাত্র ১৩ দিনে ২০২ কোটি রুপি আয় করে মালয়ালাম সিনেমার ইতিহাসের অন্যতম সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। এর আগে মোহনলালের 'এল২ এম্পুরান', 'থুদারুম' এবং 'মানজুম্মেল বয়েজ' এই ক্লাবে প্রবেশ করেছিল।

কৃতজ্ঞতা প্রকাশ কল্যাণীর

এমন বিশাল সাফল্যের পর কল্যাণী প্রিয়দর্শন সামাজিক মাধ্যমে দর্শক ও নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "আমাদের সিনেমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা কেবল আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আমি ভাষাহীন। আবারও প্রমাণ হলো - গল্পই আসল নায়ক।" তিনি পরিচালক ডোমিনিক অরুনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "ডম, তুমি এমন এক ভিশন দিয়েছো, যাতে আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি। এ অর্জন আমাদের টিমের জন্যই বিশেষ।"

দক্ষিণী তারকা দুলকার সলমানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে। এতে কল্যাণী ছাড়াও অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, এবং অরুণ কুরিয়ান। ছবিতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে দুলকার সলমান, টোভিনো থমাস, এবং আন্না বেনকে। কিংবদন্তি অভিনেতা মাম্মুটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন।