নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের দুর্গাপূজা এবার আরও জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে। এই আয়োজনে প্রথমবারের মতো মঞ্চ মাতাবেন বাংলাদেশের অভিনেতা জায়েদ খান এবং ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিউ ইয়র্কের পূজা আয়োজক কমিটি এটিকে 'বিগ ব্রেকিং' হিসেবে ঘোষণা করেছে।
মঙ্গলবার দুপুর থেকে জায়েদ খান জানান, "খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তাঁর সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা ধরনের চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি।"
নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালিরা এই যুগলের নাচ দেখতে পাবেন। অনেকেই জায়েদ খানকে ফোন করে তার পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। জায়েদ খান বলেন, যদি সুযোগ পান তবে তারা 'সাগরিকা' গানের সঙ্গে নাচ করবেন।