ভারতীয় সিনেমার দুই মহাতারকার নাম একসঙ্গে উঠলেই আলাদা করে উত্তেজনা তৈরি হয়। এতদিন বিষয়টি ছিল গুঞ্জন আর ইঙ্গিতের মধ্যেই সীমাবদ্ধ, তবে এবার সেই কল্পনা বাস্তবের খুব কাছাকাছি। রজনীকান্তের সঙ্গে প্রথমবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। এমন চমকপ্রদ তথ্যই প্রকাশ্যে এনেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান, তাঁর আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ তিনি একা নন। ছবিটিতে একঝাঁক বড় তারকা থাকছেন তাঁর সঙ্গে। কথায় কথায় তিনি যাদের নাম করেন, তারা হলেন রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ ও শিবা রাজকুমার।

মিঠুনের এই মন্তব্য থেকেই স্পষ্ট, ‘জেলার ২’-এ শাহরুখ খানের উপস্থিতি আর নিছক গুঞ্জন নয়, বরং প্রায় নিশ্চিত। তিনি আরও জানান, ছবিতে তাঁর চরিত্রটি নেতিবাচক, আর বাকি সব তারকা থাকবেন তাঁর বিপরীতে। ফলে সিনেমাটি হতে চলেছে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা বড় পরিসরের আয়োজন।

এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও নিয়ে আলোচনা হলেও পরে জানা যায়, অসুস্থতার কারণে তিনি সেই দৃশ্যে সরাসরি শুটিংয়ে অংশ নিতে পারেননি। আবার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’-এ গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। তবে একই গল্পে, একই ফ্রেমে দু’জনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম।

ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। সব পরিকল্পনা ঠিক থাকলে ‘জেলার ২’ মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।