বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণকে ঘিরে সামাজিক মাধ্যমে যখন অভিনন্দনের ঢেউ ওঠে, ঠিক তখনই অভিনেতা ইরফান সাজ্জাদের এক ‘বেফাঁস’ মন্তব্য বিতর্কের জন্ম দেয়। তীব্র নেটিজেন সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি তার পোস্ট মুছে ফেলতে বাধ্য হন।
গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত নতুন পরিচালক রুবাবা দৌলা প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন। এদিন তার একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ইরফান লিখেছিলেন, ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’
অনেকে এই মন্তব্যকে রসিকতা হিসেবে দেখলেও, নেটিজেনদের একটি বড় অংশ এটিকে ‘অশালীন’ ও ‘নারীবিদ্বেষী’ মন্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাদারিত্বকে উপেক্ষা করে তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করা কুরুচিপূর্ণ।
ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা তার স্ক্রিনশট শেয়ার করে বলেন, ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোনদের জিজ্ঞেস করুন, তারা কি এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে।’ তিনি ইরফানকে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।
সমালোচনার মুখে ইরফান প্রথমে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তিনি লিখেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম, এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও খেলোয়াড়রা অনুপ্রাণিত না হলে, তার সমস্যা তাদের।’
তবে বিতর্ক থামেনি, ফলে তিনি শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করেন। পরবর্তীতে জানান, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি সরাচ্ছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’