বলিউড তারকা হৃতিক রোশনের একটি পুরোনো মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ২০০৪ সালে জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর একটি পর্বে তিনি আমির খান এবং সালমান খানের উচ্চতা নিয়ে রসিকতা করেছিলেন। সেই ভিডিও ক্লিপটি সম্প্রতি ভাইরাল হয়েছে।
করন জোহর তার ‘র্যাপিড ফায়ার’ রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করেন, তিনি আমির না সালমানের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী? উত্তরে হৃতিক বলেন, "দুজনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।"
এই মন্তব্যটি সেই সময় একটি হালকা রসিকতা হিসেবে ধরা হলেও, এখন নেটিজেনদের একাংশ এটিকে আমির ও সালমানের প্রতি করা কটাক্ষ হিসেবে দেখছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি জনপ্রিয় মঞ্চে এমন ব্যক্তিগত মন্তব্য করা কতটা শোভনীয়। যদিও অনেকে হৃতিকের রসবোধের প্রশংসাও করছেন।