মুম্বাইয়ে এখন উৎসবের আমেজ! মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হৃতিক রোশনের ভাইপো Eshan Roshan-এর বিয়ের জমকালো আসর বসেছিল। আর সেই বিয়ের 'বারাত' বা শোভাযাত্রায় হৃতিকের নাচ দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। পরনে ক্লাসিক ট্র্যাডিশনাল পোশাক, মুখে সেই চেনা হাসি,সব মিলিয়ে হৃতিক যেন আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের সেরা ড্যান্সার।
বিয়ের আসরে হৃতিক একা আসেননি। তাঁর সাথে ছিলেন দুই ছেলে, Rihan Roshan এবং Hridhaan Roshan। দুই সন্তানকে নিয়ে বেশ সাবলীল এবং স্টাইলিশ ঢঙেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হৃতিক। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়ে বুঝিয়ে দিলেন, পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো তাঁর কাছে কতটা স্পেশাল।
হৃতিকের পাশাপাশি ভাইরাল হয়েছে প্রবীণ নির্মাতা Rakesh Roshan-এর ভিডিও। পুত্র হৃতিকের সাথে পা মিলিয়ে ঢোলের তালে তাঁকে নাচতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। পুত্রবধূ Saba Azad-এর সাথেও এই বিয়ের নানা অনুষ্ঠানে দেখা গেছে রোশন পরিবারকে।
বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠানে হৃতিক এবং তাঁর প্রেমিকা সাবা আজাদকে দেখা গিয়েছিল একে অপরের সাথে রঙ মিলিয়ে পোশাক পরতে। পেস্টেল রঙের কুর্তায় হৃতিক আর উজ্জ্বল হলুদ-কমলা পোশাকে সাবা,সব মিলিয়ে এই জুটির রসায়ন ছিল একদম অনবদ্য। উল্লেখ্য, হৃতিকের কাকা তথা প্রখ্যাত সুরকার Rajesh Roshan-এর ছেলে এশান রোশন ২০ ডিসেম্বর আইশ্বরিয়া সিংয়ের সাথে আংটি বদল করেছিলেন।
পর্দার খবর বলতে, হৃতিককে শেষ দেখা গেছে জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডভানির সাথে 'ওয়ার ২' (War 2)-এ। সামনে আসছে তাঁর নিজের পরিচালিত 'কৃষ ৪'। এছাড়া 'কান্টারা' ও 'কেজিএফ'-খ্যাত হোম্বেল ফিল্মসের সাথেও বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি আলিয়া ভাট ও শর্বরীর নারীপ্রধান স্পাই ইউনিভার্স ছবি ‘আলফা’-তেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
বড় পর্দায় অ্যাকশন হোক বা পরিবারের বিয়েতে দেশি নাচ-হৃতিক রোশন সবসময়ই অলরাউন্ডার! প্রেমিকা সাবা আজাদের জন্য তিনি একটি ওটিটি সিরিজও প্রযোজনা করছেন বলে শোনা যাচ্ছে।