দক্ষিণ ভারতীয় সিনেমার তারকারা: ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকা

দক্ষিণ ভারতের চার ভাষার চলচ্চিত্রশিল্প তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম, সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘আরআরআর’, ‘পুষ্পা’ কিংবা ‘কান্তারা’ প্রতিটি ছবিই ভেঙেছে বক্স অফিসের রেকর্ড। শুধু ভারত নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষিণী সিনেমার দাপট এখন স্পষ্ট। গল্প বলার ধরণ, ভিজ্যুয়াল গ্র্যান্ডার ও অসাধারণ অভিনয়ের কারণে এই শিল্প বলিউডকেও টেক্কা দিচ্ছে। আর এই সাফল্যের পেছনে রয়েছেন সেই তারকারা, যাঁরা পারিশ্রমিকের দিক থেকেও নতুন মাইলফলক ছুঁয়েছেন। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সর্বাধিক পারিশ্রমিক নেওয়া দক্ষিণ ভারতীয় তারকাদের তালিকা।


১০. ধানুশ

তামিলের বহুমুখী অভিনেতা ধানুশ বর্তমানে প্রতিটি ছবির জন্য নিচ্ছেন প্রায় ৩৫ কোটি রুপি। ৫০টির বেশি ছবিতে অভিনয় করা ধানুশ বলিউডে ‘রানাঝানা’ দিয়েও সাড়া ফেলেছিলেন। তাঁর গাওয়া গান Why This Kolaveri Di ইউটিউবে প্রথম ভারতীয় ভিডিও হিসেবে ১০ কোটির বেশি ভিউ পায়। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আটবার ফিল্মফেয়ার সাউথ জেতা এই তারকা এখন প্রযোজনা ও নির্মাণেও সক্রিয়।

৯. সুরিয়া

‘গজনি’, ‘খাখা খাখা’ ও ‘আয়ান’-এর মতো হিট ছবি উপহার দেওয়া সুরিয়া প্রতি ছবিতে নিচ্ছেন প্রায় ৩৯ কোটি রুপি। তাঁর ঝুলিতে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছয়টি ফিল্মফেয়ার সাউথ।

৮. মহেশ বাবু

তেলেগু সুপারস্টার মহেশ বাবু প্রতিটি ছবিতে নিচ্ছেন ৮০-১০০ কোটি রুপি। ‘ওক্কাডু’, ‘বিজনেসম্যান’ ও ‘সরকারু ভারি পাটা’ তাঁর সাফল্যের প্রমাণ। তিনি এখন পর্যন্ত ২৫টি ছবিতে অভিনয় করেছেন এবং পেয়েছেন পাঁচটি ফিল্মফেয়ার, নয়টি নান্দী ও চারটি সাইমা পুরস্কার।

৭. রাম চরণ

‘আরআরআর’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর রাম চরণের পারিশ্রমিক দাঁড়িয়েছে ১০০-১৩০ কোটি রুপি। চারটি ফিল্মফেয়ার ও দুটি নান্দী পুরস্কার তাঁর অর্জনের ঝুলিতে আছে।

৬. কমল হাসান

ভারতীয় সিনেমার কিংবদন্তি কমল হাসান একাধিক ভাষায় কাজ করেছেন। ২২০টির বেশি ছবির এই অভিনেতা বর্তমানে প্রতিটি ছবির জন্য নিচ্ছেন ১০০-১৫০ কোটি রুপি। ‘নায়কন’, ‘দশাবতারম’, ‘বিশ্বরূপম’ থেকে শুরু করে সাম্প্রতিক কাল্কি ২৮৯৮ এডি সবই তাঁর সাফল্যের সাক্ষ্য।

৫. অজিত কুমার

তামিল ইন্ডাস্ট্রির বড় নাম অজিত কুমার এখন প্রতিটি ছবিতে পাচ্ছেন ১০৫–১৬৫ কোটি রুপি। তাঁর জনপ্রিয় ছবির তালিকায় আছে ‘ভারালারু’, ‘বিলা’ ও ‘মঙ্কথা’। তিনবার ফিল্মফেয়ার সাউথ ও তিনবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি।

৪. প্রভাস

‘বাহুবলী’ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া প্রভাস এখনও শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্তদের একজন। প্রতি ছবিতে তিনি নিচ্ছেন ১০০-২০০ কোটি রুপি। ‘ডার্লিং’, ‘সালার’ ও কাল্কি ২৮৯৮ এডি তাঁর ক্যারিয়ারের বড় হিট। প্রভাসই একমাত্র ভারতীয় অভিনেতা, যার ছয়টি ছবি মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি আয় করেছে।

৩. রজনীকান্ত

সত্তরের কোঠায় পা রেখেও রজনীকান্ত দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার। বর্তমানে প্রতিটি ছবির জন্য তিনি নিচ্ছেন ১২৫-২৭০ কোটি রুপি। ১৭০টির বেশি ছবিতে অভিনয় করা রজনীর সর্বশেষ ব্লকবাস্টার ‘কুলি’ আয় করেছে ৫০০ কোটির বেশি। দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে পদ্ম বিভূষণ সম্মাননার ঝুলিও ভরপুর।

২. জোসেফ বিজয় (থালাপতি)

তামিলের ‘থালাপতি’ বিজয় প্রতিটি ছবিতে নিচ্ছেন ১৩০-২৭৫ কোটি রুপি। ২০০৪ সালের ‘ঘিল্লি’ ছিল প্রথম তামিল ছবি, যা ৫০ কোটির মাইলফলক ছোঁয়। সাম্প্রতিক লিও এবং গ্রেটেস্ট অব অল টাইম তাঁর ক্যারিয়ারের সেরা ব্লকবাস্টার। বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয়।

১. আল্লু অর্জুন

তেলেগুর স্টাইলিশ স্টার আল্লু অর্জুন এখন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। প্রতিটি ছবির জন্য নিচ্ছেন প্রায় ৩০০ কোটি রুপি। ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির মাত্র ১৩ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৪০০ কোটির বেশি, যার মধ্যে শুধু ভারতেই ৯৫৩ কোটি। ২০০৩ সালে ‘গঙ্গোত্রি’ দিয়ে যাত্রা শুরু করা এই তারকা ইতিমধ্যে জিতেছেন ছয়টি ফিল্মফেয়ার, তিনটি নান্দী ও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।