সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভুয়া খবর ছড়িয়েছে যে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। এই বিষয়ে হাসান মাসুদ নিজেই স্পষ্ট করে বলেছেন যে, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটি বিব্রতকর পোস্ট।
ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছিল, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে হানিয়া আমির হাত মেলানোর সময় হাসান মাসুদকে এড়িয়ে গেছেন। পোস্টটিতে বলা হয়, “মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির।”
তবে হাসান মাসুদ এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা জানাও আমার কথা নয়। কারণ আমি অনেক দিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।”
উল্লেখ্য, হানিয়া আমির গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন।