পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির তার প্রথম বাংলাদেশ সফর শেষে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ত্যাগ করেছেন। আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় এসেছিলেন।
হানিয়ার সংক্ষিপ্ত সফর
ঢাকায় আসার পর থেকেই হানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। প্রথম দিনেই তিনি বাংলায় লিখে বাংলাদেশের ভক্তদের মন জয় করে নেন, "আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?"। তার এই পোস্টে বাংলাদেশের নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।
শুক্রবার তিনি ঢাকার কিছু ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান, যেমন আহসান মঞ্জিল ঘুরে দেখেন। সেখানে তিনি ফুচকা, ঝালমুড়ি এবং মাটির কাপে দুধ চা উপভোগ করেন। জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসানের সঙ্গে রিকশায় চড়েও তিনি ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।
শনিবার রাজধানীর শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া। সেখানে একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ভক্তদের সঙ্গে তিনি সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান।
বাংলাদেশ ত্যাগ করার আগে হানিয়া বলেন যে, সংক্ষিপ্ত সফর হলেও তিনি এখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।