রণবীরের বিতর্কিত নকল থেকে সামান্থার বিয়ে,''মুখ খুললেন অভিনেতা গুলশান দেবাইয়া!''
ঋষভ শেঠির 'কান্তারা: চ্যাপ্টার ১'-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইদানীং সবখানেই প্রশংসিত হচ্ছেন অভিনেতা গুলশান দেবাইয়া। তবে সম্প্রতি অভিনেতা রণবীর সিং কান্তারার একটি দৃশ্য নকল করায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নিয়ে এবার নিজের স্পষ্ট মতামত জানালেন গুলশান। সেই সঙ্গে সামান্থা রুথ প্রভুর হঠাৎ বিয়ে নিয়েও চমকপ্রদ তথ্য ফাঁস করলেন তিনি।
রণবীরের ‘কান্তারা’ বিতর্ক নিয়ে যা বললেন গুলশান
সম্প্রতি একটি ইভেন্টে রণবীর সিং কান্তারার বিখ্যাত 'দৈবা' ক্লাইম্যাক্স সিনটি নকল করে দেখান, যা টুলু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুলশান বলেন, “আমার ব্যক্তিগত মতামত হয়তো সবার কাছে জনপ্রিয় নাও হতে পারে, তবে আমি এসব বিষয়ে খুব একটা বিচলিত হই না।”
তিনি আরও যোগ করেন, “যদি কেউ অপমানিত বোধ করেন, তবে আমি সেটা বুঝি। রণবীর ইতিধ্যেই ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি সেখানেই শেষ করা উচিত। তাঁর উদ্দেশ্য কী ছিল তা কেবল তিনিই জানেন। অনেক সময় উত্তেজনার বশে আমরা ভুল করে ফেলি।” গুলশান মনে করেন, কান্তারার সংস্কৃতি টুলু সম্প্রদায়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, তাই তাঁদের প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে ক্ষমা চাওয়ার পর বিষয়টি নিয়ে আর জলঘোলা না করাই ভালো।
সামান্থার বিয়ে: সেটে থেকেও টের পাননি গুলশান!
গুলশান দেবাইয়া এবং সামান্থা রুথ প্রভু খুব শীঘ্রই 'মা ইন্টি বাঙ্গারাম' (Maa Inti Bangaram) সিনেমায় একসঙ্গে পর্দায় আসছেন। জুম-এর সাথে আলাপকালে গুলশান প্রকাশ করেন যে, সামান্থার বিয়ের খবর শুনে তিনি কতটা অবাক হয়েছিলেন।
গুলশান জানান, “শুটিং চলাকালীনই তাঁরা বিয়েটা সেরে ফেলেন। অথচ আমি ঘুণাক্ষরেও কিছু জানতাম না! আমি তাঁর সাথে শুটিং করে ফিরে আসার ঠিক তিন দিন পরই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দেখে চমকে যাই।” উল্লেখ্য যে, সামান্থা পরিচালক রাজ নিদিমোরুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যাঁর সাথে গুলশান এর আগে 'গানস অ্যান্ড গুলাবস' সিরিজে কাজ করেছিলেন।
কাজের খবর
গুলশান দেবাইয়াকে সর্বশেষ দেখা গেছে ব্লকবাস্টার 'কান্তারা: চ্যাপ্টার ১'-এ, যা ছিল তাঁর কন্নড় সিনেমার ডেবিউ। সামনে 'মা ইন্টি বাঙ্গারাম' ছাড়াও নেটফ্লিক্সের তামিল ক্রাইম থ্রিলার সিরিজ 'লিগ্যাসি' (Legacy)-তে তাঁকে দেখা যাবে।