পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা দত্ত। সম্প্রতি অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পর তিনি এবার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ সিনেমায় কাজ করছেন। তাঁর বিপরীতে থাকছেন দুই নায়ক, গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত। নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার আগে আনন্দবাজার পত্রিকাকে স্বস্তিকা জানালেন তাঁর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে।
তিনি জানান, ১৪ বছর ধরে অভিনয় করছেন এবং এত দিন ধরে টিকে থাকতে হলে অনেক বিষয় ভাবেই চলতে হয়। “এক পেশায় এত দিন টিকে থাকতে গেলে হিসাব-নিকাশ না করে চলা সম্ভব নয়। আমি কখনো বেশি বাছাই করি নি। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে। বিশেষ করে যদি চরিত্রগুলো নায়িকাকেন্দ্রিক হয়, তাতে আরও ভালো লাগে,” বলেছেন স্বস্তিকা।
ছোটপর্দায় তিনি নায়িকা হিসেবে জনপ্রিয় হলেও বড়পর্দায় দর্শকরা তাঁকে খলনায়িকার চরিত্রে বেশি মনে রেখেছেন। অরিত্রের ‘ফাটাফাটি’ ছবিতে ‘বিকি সেন’ চরিত্রে তাঁর অভিনয় দেখে দর্শক রেগে গেলেও আকর্ষণ অস্বীকার করতে পারেননি। এজন্যই স্বস্তিকা একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না।
নায়িকাদের টিকে থাকতে খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, “আমি অবশ্যই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি, তবে আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। মিমি চক্রবর্তী ‘রক্তবীজ ২’-এ বিকিনিতে অভিনয় করেছেন। তিনি আগে নিজেকে ফিট করে, তারপর রাজি হয়েছেন। আমি ওভাবে করব।”
স্বস্তিকার মতে, চিত্রনাট্যে যদি ঘনিষ্ঠ দৃশ্যে প্রয়োজন হয়, আগে তা বুঝে নেওয়া জরুরি। তারপরে তিনি মানসিকভাবে প্রস্তুত হয়ে অভিনয় করবেন।