এক বছর ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সম্প্রতি একটি ভিডিওতে তাকে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেত্রী মৌসুমীর সঙ্গে দেখা গেছে।
ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা তিনজন একসঙ্গে নিউ ইয়র্কে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। তিনি বলেন, “এই দুই মহান নায়িকার সম্বন্ধে কিছু বলা যায় না, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছি।”
এ সময় ঋতুপর্ণা বলেন, “আমরা তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য। তবে হয়ে উঠেনি।”
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত না হলেও, যেহেতু মৌসুমী বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন, তাই অনেকেই ধারণা করছেন এটি সাম্প্রতিক সময়ের। গত ৫ আগস্টের পর থেকে ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।