বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), যা একসময় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল, এখন আর আগের মতো কর্মব্যস্ত থাকে না। এর কারণ হিসেবে একদিকে যেমন চলচ্চিত্রের পরিবর্তন, তেমনি অন্যদিকে চলমান নির্মাণকাজকেও ধরা যায়। দীর্ঘদিন ধরে শিল্পীদের আনাগোনাও কম ছিল। কিন্তু গতকাল দুপুরে এফডিসির চিত্রটি ছিল একেবারেই ভিন্ন। অনেক গুণী শিল্পীর উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণ আবার মুখরিত হয়ে ওঠে।

কোনো নির্বাচন বা বিশেষ দিবস নয়, প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত এক সভায় অংশ নিতেই এসেছিলেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। এতে সোহেল রানা, আহমেদ শরীফ, মাসুম পারভেজ রুবেল, বাপ্পারাজ, নূতন, পলি, কাবিলা, সুব্রত, নাসরিন, রিনা খান, পীরজাদা হারুনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের অভিনয়শিল্পী, কলাকুশলী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এফডিসি যেন তার পুরোনো প্রাণ ফিরে পায়।