ফেসবুকে ভাইরাল হওয়া সেই ‘বিড়ালচোখের’ তরুণ মডেল ফাররুখ আহমেদ রেহান এখন অভিনয়ের জগতে পরিচিত মুখ। গত বছরের শুরুতে যার ছবি ও ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিল, সেই রেহান খুব অল্প সময়েই মডেলিং থেকে অভিনয়ে এসে নিজের স্থান করে নিয়েছেন। পরিচালক ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘আরারাত’ (২০২৪)-এর জিন চরিত্র এবং পরবর্তী সময়ে ‘নীল সুখ’-এ অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে দীর্ঘ সময়ের জন্য তিনি এই শিল্পে থাকতে এসেছেন। তাঁর দ্রুত উত্থান তাঁকে ভাগ্যবানদের তালিকায় স্থান দিয়েছে।
এই তরুণ অভিনেতার জন্য এবার এসেছে এক বড় চমক। নাটক ও ওটিটি প্ল্যাটফর্ম পেরিয়ে তিনি এবার যাত্রা করছেন বড় পর্দায়। নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘আন্ধার’-এর গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’-এ অভিনয় করছেন রেহান। সম্প্রতি ‘আন্ধার’ টিম আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন দেশের প্রথম সারির অভিনেতারা চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি ও নাজিফা তুষি। এমন তারকাদের সঙ্গে যুক্ত হতে পেরে রেহান দারুণ উচ্ছ্বসিত। তিনি মন্তব্য করেন, “‘আন্ধার’ অসাধারণ গল্পের সিনেমা, এমন প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের।” তিনি দর্শকদের নিশ্চিত করেছেন যে, সিনেমাটির নির্মাণ দুর্দান্ত এবং তাঁর হিমেল চরিত্রটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।
‘আন্ধার’ সিনেমাটির গল্প মূলত ভৌতিক। এর কাহিনি লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। ভূত-প্রেমিক হিসেবে পরিচিত এই দুজন বিভিন্ন ভৌতিক স্থান ঘুরে ভূতের গল্প সংগ্রহ করেছেন, যা নিয়ে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র। গল্পের সহ-লেখক হিসেবে আছেন আদনান আদিব খান। সিনেমাটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’, যার সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী এবং আদনান আদিব। রেহান ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, ইভান মনোয়ারসহ অনেকে।