জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি গান দিয়ে যেমন মানুষের মন জয় করেছেন, তেমনি সামাজিক মাধ্যমেও তার মন্তব্যগুলো বেশ আলোচিত হয়। সম্প্রতি তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সমাজের একটি শ্রেণির মানুষকে খোঁচা দিয়েছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে।
কুদ্দুস বয়াতির বিতর্কিত পোস্ট
কুদ্দুস বয়াতি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ফেসবুকে খাবারের ছবি তারাই দেয়, যারা অনেকদিন পরে ভালো কিছু খেতে পায়।” তার এই মন্তব্যটি নিয়ে অনুরাগীদের মধ্যে দারুণ আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, “উচিত কথা কইছেন। আসলে খাবারের ছবি পোস্ট দেওয়ার ভেতর ছোটলোকী মানসিকতা ফুটে ওঠে।” আরেকজন লিখেছেন, “অবশ্যই কথার একটা তাৎপর্য আছে।”
গানের জগতে কুদ্দুস বয়াতির অবদান
কুদ্দুস বয়াতি শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে পালাগান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘এই দিন দিন না আরো দিন আছে’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার জন্য গানটি গেয়েছিলেন তিনি। এরপর তিনি আর পেছনে ফিরে তাকাননি। করোনাভাইরাস মহামারির সময়েও তিনি ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে গান গেয়ে মানুষকে সচেতন করতে কাজ করেছেন। দেশের পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশেও গান গেয়ে বাংলা ভাষাভাষী মানুষের মন জয় করেছেন।
বর্তমানে গানের জগতে কম সক্রিয় থাকলেও, ইউটিউব চ্যানেল এবং সামাজিক মাধ্যমেই তার বেশি সময় কাটে। সেখানেই তিনি নানা ধরনের কনটেন্ট তৈরি করে দর্শকদের সঙ্গে যুক্ত থাকেন।