জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি গুজব ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই খবরে তার ভক্তরা যেমন দিশেহারা, তেমনই তার স্বামী এবং পরিবারের সদস্যরাও মর্মাহত। অবশেষে এই গুজবের বিষয়ে মুখ খুলেছেন ইমন নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমন তার ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গেছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না।" তিনি প্রশ্ন তুলেছেন, "বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো?"

ইমন এই মিথ্যা খবরকে "নোংরামি" এবং "অত্যন্ত বিরক্তিকর" বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, "যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা।"

এই গুজবে ইমনের স্বামী, সংগীতশিল্পী নীলাঞ্জন ঘোষের নামও জড়ানো হয়েছিল। তিনি বলেন, "এমন ভুয়া খবর শুনে ইমনের বাবা কষ্ট পাচ্ছেন, এর থেকে খারাপ আর কী-ই বা হতে পারে!"

ইমন ও নীলাঞ্জনের এই প্রতিক্রিয়ার পর স্পষ্ট হয়ে গেছে যে, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।