হর্ষবর্ধন-সোনমের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' এখন ওটিটি-তে

দিওয়ালি ধামাকার পর এবার ডিজিটাল দুনিয়ায় পা রাখছে হর্ষবর্ধন রানে এবং সোনম বাজওয়ার অভিনীত আলোচিত রোমান্টিক ড্রামা 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত'। প্রেক্ষাগৃহে সফল যাত্রার পর ছবিটি এখন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ স্ট্রিমিং-এর জন্য উপলব্ধ হবে।

যাঁরা সিনেমা হলে ছবিটি মিস করেছেন, তাঁদের জন্য সুখবর। গত ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে নেটফ্লিক্স-এ এই সিনেমাটি দেখা যাবে।

সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০২৫ সালের ১২তম সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি হিসেবে এর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমায় ভালোবাসার অন্ধকার দিক ফুটে উঠেছে। হর্ষবর্ধন রানেকে দেখা যাবে বিক্রমাদিত্য ভোঁসলে চরিত্রে, যিনি একজন শক্তিশালী রাজনীতিক। সোনম বাজওয়া অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আডা রণধাওয়া হিসেবে। বিক্রমাদিত্য আডার প্রেমে পড়ে এবং আডা তাকে প্রত্যাখ্যান করলে প্রেম কীভাবে বিপজ্জনক নেশা ও জেদে পরিণত হয়-এটাই গল্পের মূল উপজীব্য।

মুশতাক শেখ এবং মিলাপ জাভেরির লেখা চিত্রনাট্যে বিষাক্ত পৌরুষ, তারকাদের হেনস্থা এবং মানসিক কারসাজির মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হর্ষবর্ধন ও সোনম ছাড়াও রাজেশ খেরা, শচীন খেদেকর এবং অনন্ত নারায়ণ মহাদেবন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে দেশি মুভিজ ফ্যাক্টরি।