মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া জাগানো মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এবার আসছে ওটিটিতে। প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পর দর্শকরা এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ছবিটি। ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, সিনেমাটি সেপ্টেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে।
দুই নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই সিনেমার প্রযোজক যশরাজ ফিল্মস। সম্প্রতি প্রতিষ্ঠানের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন ১২ সেপ্টেম্বর থেকেই নেটফ্লিক্সে দেখা যাবে ‘সাইয়ারা’। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেননি।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। প্রথমে ধারণা করা হয়েছিল হলে মুক্তির আট সপ্তাহ পর অর্থাৎ সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে ডিজিটাল মুক্তি পাবে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, দীপাবলিতে প্রিমিয়ারের পরিকল্পনা ছিল। তবে নতুন তথ্য অনুযায়ী, মুক্তি এগিয়ে আনা হয়েছে।
‘সাইয়ারা’ আহান পান্ডে ও অনীত পাড্ডার প্রথম ছবি এবং মোহিত সুরির তিন বছরের বিরতির পর বড় পর্দায় ফেরা। আদিত্য চোপড়া প্রযোজিত প্রেমকাহিনীভিত্তিক এই সিনেমা মুক্তি পায় গত ১৮ জুলাই এবং গান, অভিনয় ও গল্পের জন্য সমালোচক ও দর্শক মহল থেকে প্রশংসা পেয়েছে।