অনুমতি ছাড়া নাম ও ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার এবং এআই (AI) দিয়ে তৈরি অশ্লীল ও বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছে।

বাণিজ্যিক অপব্যবহার ও এআই-এর বিপদ

ঐশ্বরিয়া রায়ের আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, বিভিন্ন ভুয়া ওয়েবসাইট বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অভিনেত্রীর পরিচয় অপব্যবহার করছে। এমনকি, মগ, টি-শার্টের মতো বিভিন্ন পণ্যেও তার নাম ও ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি 'ঐশ্বরিয়া নেশন ওয়েলথ' নামে একটি প্রতিষ্ঠান মিথ্যাভাবে ঐশ্বরিয়াকে তাদের চেয়ারম্যান হিসেবে দেখাচ্ছে, যার সাথে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করে তা নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তার মর্যাদা চরমভাবে ক্ষুন্ন করছে।

আদালতের পদক্ষেপ

বিচারপতি তেজস ক্যারিয়ার এই অভিযোগের গুরুত্ব অনুধাবন করে এ ধরনের অপব্যবহার বন্ধ করতে নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন। গুগল-এর আইনজীবী জানান, এই ধরনের কনটেন্ট সরাতে হলে নির্দিষ্ট ইউআরএল দিতে হবে। আদালত ঐশ্বরিয়ার পক্ষকে নির্দিষ্ট ইউআরএল জমা দেওয়ার অথবা 'ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস' (বিএসআই) প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি