ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর প্রায় ১৫ বছর পর বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০১১ সালে তাঁকে সিনেমায় দেখা গিয়েছিল, এরপর দীর্ঘ সময় তিনি চলচ্চিত্র জগত থেকে দূরে থাকলেও মাঝেমাঝে নাটকে কাজ করেছেন। তবে মেধাবী নির্মাতা রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে তাঁর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রী নিজেই এই বড় প্রজেক্টে যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছেন।
‘দম’ সিনেমায় ডলি জহুর জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর পুত্রবধূর ভূমিকায় রয়েছেন পূজা চেরী। এই প্রজেক্টে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান যে, চলনবিলের মনোরম পরিবেশে তৈরি শ্যুটিং সেট এবং পরিচালক রনির পেশাদারিত্ব তাঁকে দারুণভাবে মুগ্ধ করেছে। পরিচালকের মেধা ও কাজের প্রতি একাগ্রতা দেখে তিনি দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াতে উৎসাহী হয়েছেন এবং শ্যুটিং সেটের পরিবেশকে মানসম্মত কাজের জন্য আদর্শ বলে উল্লেখ করেছেন।
বর্ণাঢ্য অভিনয় জীবনে ডলি জহুর এ পর্যন্ত ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন, যার যাত্রা শুরু হয়েছিল ‘অসাধারণ’ চলচ্চিত্রের মাধ্যমে। বড় পর্দার এই প্রত্যাবর্তনের পাশাপাশি তিনি ছোট পর্দায়ও নিজের উপস্থিতি বজায় রেখেছেন; সম্প্রতি তাঁর অভিনীত ‘পরম্পরা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে। ‘দম’ সিনেমার মাধ্যমে এই গুণী অভিনেত্রীর প্রত্যাবর্তন ঢালিউডের দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ পাওনা হতে যাচ্ছে।