দিব্যেন্দু আবার মুন্না ত্রিপাঠি হিসেবে ফিরছেন ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এ। চরিত্রে ফেরার অনুভূতি তাঁর কাছে প্রায় নতুন জীবনের মতো। তাঁর কথায়, একই মানুষ আর একই দুনিয়া সামনে ফিরে এসেছে, সবকিছু যেন আগের মতোই, শুধু এনার্জিটা আবার জাগিয়ে উঠেছে। তাই তিনি মনে করছেন, এবারের ফেরা হচ্ছে আরও বেশি তেজি আর প্রস্তুত হয়ে।
উত্তেজনার সঙ্গে একটু নার্ভাসনেসও আছে। দর্শকের প্রত্যাশা অনেক, আর এই সিরিজের স্মৃতি খুব গভীর। তাই তাঁর মনে প্রশ্ন আসে, আগের মতো আবার ঠিকঠাক করতে পারবেন কি না। তবে তিনি চান না এক চরিত্রেই আটকে থাকতে। সেই কারণেই ভিন্ন ধরনের চরিত্রে কাজ করে নিজেকে বদলাতে চান।
৪২ বছর বয়সী অভিনেতা জানান, ১৪ বছরের ক্যারিয়ারের গতি নিয়ে তিনি সন্তুষ্ট। পথচলায় সবচেয়ে কঠিন ছিল না বলা। শুধু কাজের প্রস্তাব নয়, টাকা আর ইগোকেও না বলতে হয়েছে। চরিত্র বাছাইয়ে তিনি সচেতন থাকেন।
নিজের কাজের ধরণ নিয়ে তিনি বলেন, প্রথমেই দেখেন চরিত্রটা তাঁকে চ্যালেঞ্জ করে কি না। নিজের পুনরাবৃত্তি তাঁকে স্বস্তি দেয় না। তিনি শেষবার অভিনয় করেছেন ‘সালি মোহাব্বত’ ছবিতে। তাঁর কাছে সৃজনশীল সততাই সবার আগে। পর্দায় নিজেকে দেখে যেন অস্বস্তি না লাগে, সেটাই তাঁর প্রধান শর্ত। যদিও প্রযোজনা সংস্থা, পরিচালক, সহশিল্পী, পরিবেশ এসবও সিদ্ধান্তে প্রভাব রাখে, তবু সেগুলো আসে মূল বাছাইয়ের পর।
সব শেষে তিনি বলেন, তিনি একজন শিল্পী এবং নিজের পছন্দের কাজই করতে চান। প্রতিটি ছবিতে যতটা সম্ভব নতুন কিছু করার চেষ্টা করেন, নিজের সীমার মধ্যেই।