কলকাতার জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর প্রধান দুই চরিত্রাভিনেতা দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের মধ্যেকার বিরোধ এখন টলিপাড়ায় ওপেন সিক্রেট। সম্প্রতি শুটিং সেট থেকে পাওয়া নতুন খবর অনুযায়ী, এই দুই তারকার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে; যার ফলে ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে বলেও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
জানা গেছে, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তির কারণেই এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মূলত, শুটিং সেটে অভিনেতা জিতু কামালের ১৫ মিনিট পরে আসেন দিতিপ্রিয়া রায়।
এতে জিতু এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের আরেকটি বড় আলোচনার বিষয় হলো, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নাকি দিতিপ্রিয়া রায় আপত্তি জানাচ্ছেন, যার ফলে শুটিং সেটের সমস্যা আরও বেড়েছে।
যদিও এখন পর্যন্ত এই বিতর্ক বা সমস্যার বিষয়ে জিতু বা দিতিপ্রিয়া রায় কেউই কোনো মন্তব্য করেননি। ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, 'তাদের মধ্যে নতুন করে কিছু ঘটেছে কিনা, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সব সময় এক হয় না।'
এর আগেও জিতু ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে পেশাগত সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দর্শক ও টলিউড সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি দ্রুত এই সমস্যা না মেটে, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। অভ্রজিৎ চক্রবর্তীও মনে করেন, ধারাবাহিক চলবে কিনা, তা সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে।