দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, আর মাত্র কয়েক ঘণ্টা বাকি! তাদের আসন্ন সিনেমা 'ধূমকেতু' নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, যার প্রমাণ অগ্রিম বুকিংয়েই পাওয়া যাচ্ছে। ছবির এই সাফল্য কামনা করে আবারও একসঙ্গে দেখা গেল এই জুটিকে। নজরুল মঞ্চে ট্রেলার প্রকাশের পর এবার ছবি মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হয়েছিলেন তারা।
একই রঙের পোশাকে মুগ্ধতা
মন্দিরে শুভশ্রীকে দেখা গেল লাল শাড়িতে, আর দেব পরেছেন লাল রঙের পাঞ্জাবি। পোশাকের এই রংমিলান্তি যেন বুঝিয়ে দিল, তাদের সব অভিমান এখন ‘ধূমকেতু’র টানে ধূলিসাৎ হয়ে গেছে। সেখানে দুজনে বাবু হয়ে বসে বড়মার কাছে একটাই প্রার্থনা করলেন, ছবিটি যেন বক্স অফিসে রেকর্ড গড়ে। তাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।
৪ আগস্ট নজরুল মঞ্চে ৯ বছর পর প্রথমবার যখন এই জুটির দেখা হয়েছিল, সেদিনও তারা দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। তাদের এই 'রিইউনিয়ন' দেখে দর্শকরা নস্টালজিয়ায় ভেসে গিয়েছিলেন।
নতুন চ্যালেঞ্জ ও পুরনো ম্যাজিক
'ধূমকেতু' ছবির মাধ্যমে দেব-শুভশ্রী নতুন এক চ্যালেঞ্জ নিয়েছেন—তাদের পুরনো ম্যাজিককে নতুন রূপে ফিরিয়ে আনার। মন্দিরে তারা গল্পে মেতে ছিলেন, যা দেখে বোঝা যাচ্ছিল ছবিটি মুক্তি নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত।
১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির এই ছবিটি। মুক্তির আগেই টলিউড বক্স অফিস প্রমাণ করে দিয়েছে, এই জুটির ম্যাজিক এখনো সুপারহিট।