ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ১৪ ফেব্রুয়ারি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ধানুশ ও ম্রুণাল ঠাকুর। বিয়ের ভেন্যু হিসেবে নাকি বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে খবর।

জাঁকজমকের বদলে ব্যক্তিগত পরিসরকে প্রাধান্য দিতে চান এই জুটি। তাই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকার সম্ভাবনাই বেশি। যদিও সম্পর্ক বা বিয়ে নিয়ে এখনো পর্যন্ত ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দীর্ঘদিন ধরেই তারা নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় পারস্পরিক উষ্ণ আচরণ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের ধারণা, নীরবতার আড়ালেই বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এটি ধানুশের দ্বিতীয় বিয়ে হতে পারে। এর আগে সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তার ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তাদের দুই পুত্র রয়েছে। অন্যদিকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। দুজনের বয়সের ব্যবধান নিয়েও আলোচনা চলছে। সব জল্পনা ও বাধা পেরিয়ে এই সম্পর্ক কি সত্যিই পরিণয়ের পথে এগোচ্ছে? সেই উত্তর আপাতত সময়ই দেবে।