দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ সম্প্রতি তার আসন্ন সিনেমা 'ইডলি কড়াই'-এর অডিও প্রকাশনা অনুষ্ঠানে নিজের ছোটবেলার কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। তিনি জানান, শৈশবে তার পরিবারে এত বেশি আর্থিক সংকট ছিল যে, প্রতিদিনের খাবার ইডলি কেনার জন্য তাকে ফুল বিক্রি করতে হতো।

শৈশবের স্মৃতি ও নতুন সিনেমার নাম

ধানুশ বলেন, "ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম।" তিনি জানান, তিনি এবং তার ভাই-বোনেরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতেন এবং সেই টাকায় ইডলি কিনে খেতেন। তিনি আরও বলেন, এখন চাইলেই ইডলি কিনে খেতে পারেন, কিন্তু সেই সময়ের পরিশ্রমের টাকায় কেনা খাবারের স্বাদ এখন আর পান না। সেই স্মৃতিকে সম্মান জানিয়েই তিনি তার নতুন সিনেমার নাম 'ইডলি কড়াই' রেখেছেন।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ধানুশের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার বাবা পরিচালক কস্তুরী রাজা হওয়া সত্ত্বেও তার শৈশবের অর্থাভাবের কথা অনেকে বিশ্বাস করতে পারছেন না। একজন নেটিজেন প্রশ্ন করেছেন, "ধানুশ ছোটবেলায় গরিব ছিলেন, মানে কস্তুরী রাজা পরিবার বা ছেলেকে টাকা দিতেন না, তাই তো?" অন্য একজন লিখেছেন, "ধানুশ একজন পরিচালকের ছেলে। ওদের টাকা ছিল না? পুরো মিথ্যা কথা।"

'ইডলি কড়াই' সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ধানুশ নিজেই। এতে তিনি ছাড়াও নিত্যা মেনন, অরুণ বিজয়, শালিনী পান্ডে-সহ আরও অনেকে অভিনয় করেছেন।