পুরান ঢাকার সংস্কৃতি, ভাষা আর সম্পর্কের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার রাজধানীর এক ক্লাবে রঙিন মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা হয়। প্রধান চরিত্রে আছেন আদর আজাদ ও শবনম বুবলী, পরিচালনায় জাহিদ হোসেন।
ছবিটিতে দেখা যাবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনধারা, মানুষে-মানুষে টানাপোড়েন আর সেখানকার বিশেষ এক আবহ। মহরতের আয়োজনটিও ছিল পুরান ঢাকার রঙে সাজানো বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন যেন পুরো অনুষ্ঠানটির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উপস্থিত ছিলেন নির্মাতা, কলাকুশলী, প্রযোজক, পরিবেশকসহ বহু তারকা।
গণমাধ্যমে কথা বলতে গিয়ে বুবলীকে প্রশ্ন করা হয়, শাকিব খানের সঙ্গে কাজের সময়ে কি অন্য শিল্পীর সঙ্গে অভিনয়ে কখনো বাধার মুখে পড়েছেন? হাসি মুখে তিনি বলেন, “শাকিব-বুবলী জুটি দর্শকের প্রিয় ছিল, এখনো আছে, থাকবে। তবে আমরা দুজনেই শিল্পী হিসেবে আলাদা সত্তা নিয়ে কাজ করি। তাই অন্যদের সঙ্গে কাজ করলেও দর্শক সেভাবেই আমাদের গ্রহণ করেন।”
‘ঢাকাইয়া দেবদাস’-এ আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। প্রযোজনায় আছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।