পুরান ঢাকার পটভূমিতে নির্মিত হতে চলেছে পরিচালক জাহিদ হোসেনের নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে জুটি বাঁধছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আদর আজাদ এবং অভিনেত্রী শবনম বুবলী। আজ রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। জাহিদ হোসেন জানিয়েছেন, যদিও এটিকে প্রেমের গল্পের সিনেমা বলা হচ্ছে, তবে এটি কেবল প্রেমকাহিনিতে সীমাবদ্ধ থাকবে না।
নির্মাতা জানান, ‘ঢাকাইয়া দেবদাস’-এ প্রেমের গল্পের পাশাপাশি পুরান ঢাকার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরা হবে। তাঁর মতে, এমন সমাজ ও সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র আন্তর্জাতিক ক্ষেত্রেও সমাদৃত। এই সিনেমাটিতে পুরান ঢাকার সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র উঠে আসবে যেখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, পূজাপার্বণসহ বিভিন্ন উৎসব উদ্যাপন করে। দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে এসব সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।
জাহিদ হোসেন আরও জানান, এই গল্পে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানান বৈচিত্র্যময় কৃষ্টি, নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গান এবং শিয়াদের শোকের গানও থাকবে। এছাড়া থাকবে পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত। আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। আদর-বুবলী ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভূলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।