টালিউড সুপারস্টার দেবের জন্মদিন ২৫ ডিসেম্বর ছিল বেশ কর্মমুখর। এদিন তাঁর অভিনীত নতুন সিনেমা ‘প্রজাপতি ২’ মুক্তি পেয়েছে। জন্মদিন নিয়ে আলাদা কোনো বিশেষ উন্মাদনা না থাকলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় এবং হাউজফুল শো-কে তিনি সেরা উপহার হিসেবে দেখছেন। সকাল থেকেই প্রচার আর সিনেমার খোঁজখবর নিতে ব্যস্ত থাকায় নিজের জন্মদিনের পুরোটা সময় তিনি কর্মক্ষেত্রেই পার করেছেন।
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দেব। তিনি মনে করেন, সিনেমা জগত এখন এক যুদ্ধের ময়দানের মতো, যেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। এমনকি শোর সংখ্যা বাড়ানো বা নিজের সিনেমার ভালো দিকগুলো কাছের মানুষদের বোঝানোর জন্যও তাঁকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। তবে সাধারণ মানুষের ভালোবাসা ও ভক্তদের পাঠানো অসংখ্য কেক আর শুভেচ্ছাবার্তা তাঁকে বরাবরের মতো অনুপ্রাণিত করেছে।
ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে মান-অভিমান নিয়ে দেব এবার বেশ খোলামেলা কথা বলেছেন। শুভশ্রী সামাজিক মাধ্যমে দেবের সিনেমার জন্য শুভকামনা জানালেও দেব তা তখনো দেখেননি। তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের পুত্রের অন্নপ্রাশনে তাঁদের মধ্যকার সৌজন্যমূলক সাক্ষাৎ ইঙ্গিত দিচ্ছে যে পুরোনো শীতলতা অনেকটা কেটেছে। এ প্রসঙ্গে দেব জানান, জীবনের অনিশ্চয়তার মাঝে পুরোনো রাগ-অভিমান ধরে রাখার চেয়ে কাজে মন দেওয়া এবং পরিণত হওয়া বেশি জরুরি। তাঁরা দুজনেই এখন যে যার অবস্থানে ভালো আছেন বলে তিনি মনে করেন।