ব্যক্তিগত জীবনে তারা এখন নিজ নিজ পথে চলছেন। তবুও ভক্তদের মনে একটাই কৌতূহল রয়ে গেছে: এই প্রিয় জুটিকে কি আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে? নিজের জন্মদিনে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন দীপিকা পাড়ুকোন।
জন্মদিনে শুভেচ্ছা জানানো ভক্তদের বার্তার জবাবে তিনি নিজের লুকিয়ে রাখা ইচ্ছার কথা জানান। যখন অনুরাগীরা রণবীর কাপুরের সঙ্গে আবার কাজ করার আবেদন করেন, দীপিকা তখন রহস্যঘেরা হাসিতে সাড়া দেন।
তিনি বলেন, রণবীর কাপুরের সঙ্গে নতুন প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তবে সবকিছু এখনও খুব প্রাথমিক অবস্থায় রয়েছে এবং এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। দীর্ঘ বিরতির পর তার মুখে এমন ইতিবাচক কথা শুনে উচ্ছ্বাসে ভাসছেন দুই তারকার ভক্তরা।
তাদের বিশ্বাস, ভালো স্ক্রিপ্ট ও শক্তিশালী গল্প মিললে এই সাবেক জুটি আবারও পর্দায় তাদের আগের মতো জাদু ছড়িয়ে দিতে পারবেন। এদিকে গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ মুখোমুখি হন রণবীর ও দীপিকা। তখন তাদেরকে পুরোনো তিক্ততা ভুলে উষ্ণ আলিঙ্গনে ধরা দিতে দেখা যায়।