আবুধাবির মরুভূমি যেন হঠাৎ সরগরম হয়ে উঠেছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে। পর্যটন প্রচারের অংশ হিসেবে দু’জন হাজির হয়েছেন “এক্সপেরিয়েন্স আবুধাবি” ক্যাম্পেইনের বিজ্ঞাপনে, যেখানে দীপিকাকে দেখা গেছে খয়েরি রঙের হিজাব ও আবায়ায়, আর রণবীরের পরনে কালো স্যুট ও ঘন দাড়ি।
ভিডিওতে তাদের দেখা যায় মরুভূমির বালিয়াড়ি, বিলাসবহুল রিসোর্ট ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে বেড়াতে, যেন আবুধাবির সৌন্দর্যের নীরব অনুসন্ধানে মগ্ন।
তবে এই মনোমুগ্ধকর দৃশ্য প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। দীপিকার হিজাব পরা দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ করেন, আবার অনেকে তার প্রশংসা করেন বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।
সম্প্রতি আবুধাবি পর্যটন বোর্ড রণবীর ও দীপিকাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।