বলিউডের 'মাস্তানি' দীপিকা পাড়ুকোন ৫ জানুয়ারি, সোমবার পা রাখলেন জীবনের চল্লিশতম বসন্তে। ২০২৬ সাল তাঁর ক্যারিয়ারের জন্য এক অনন্য বছর হিসেবে প্রমাণিত হচ্ছে, কারণ তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক মেগাবাজেট সিনেমা। এই বিশেষ মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে দীপিকা এক রাজকীয় আয়োজন করেন, যেখানে তিনি নিজের খরচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন অনুরাগীকে মুম্বাইতে উড়িয়ে আনেন। তাঁদের যাতায়াতের সুব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেক ভক্তকে তিনি নিজের হাতে লেখা চিঠি দিয়ে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।
জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানটি ছিল আক্ষরিক অর্থেই জাঁকজমকপূর্ণ, যেখানে ইন্দো-ওয়েস্টার্ন থিমে সাজানো মেন্যুতে মোগলাই ও দক্ষিণ ভারতীয়সহ নানা সুস্বাদু পদের আয়োজন ছিল। নিজের বার্গেন্ডি রঙের পোশাকের সঙ্গে মানানসই তিন স্তরের এক বিশাল চকোলেট কেক কেটে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন দীপিকা। শুধু রাজকীয় ভোজই নয়, আমন্ত্রিত প্রত্যেক ভক্তের হাতে তিনি তুলে দেন দামী ‘রিটার্ন গিফট’। এমন ব্যক্তিগত ছোঁয়া আর আন্তরিকতায় দীপিকা তাঁর ভক্তদের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মজার বিষয় হলো, এই জমকালো উদ্যাপনটি আসলে হয়েছিল নির্ধারিত সময়ের প্রায় আড়াই সপ্তাহ আগে, গত ১৮ ডিসেম্বর। বড়দিন ও নববর্ষের ছুটিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ২৪ ডিসেম্বর বিদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা থাকায় দীপিকা আগেভাগেই ভক্তদের জন্য এই বিশেষ সময় বের করেছিলেন। রবিবার রাতে সেই রঙিন মুহূর্তের ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। পর্দার দাপুটে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও যে তিনি এক বিশাল হৃদয়ের মানুষ, এই আয়োজনের মাধ্যমে দীপিকা তা আবারও প্রমাণ করলেন।