ঈদের সিনেমা ‘দম’-এর মহরতের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং জানানো হয় চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরী সিনেমাটিতে অভিনয় করবেন। আনুষ্ঠানিক ঘোষণার কয়েক দিন পরই পুরো টিম নিয়ে পরিচালক রেদওয়ান রনি কাজাখস্তানে উড়াল দেন। আগে জানানো হয়েছিল বাংলাদেশসহ তিন দেশে হবে এই সিনেমাটির শুটিং। সেই ঘোষণার ধারাবাহিকতাতেই কাজাখস্তানে গিয়ে মাইনাস টু তাপমাত্রায় সপ্তাহখানেক টানা শুটিং শেষ করে দলটি ৬ ডিসেম্বর দেশে ফিরে আসে।
পরিচালক রেদওয়ান রনি জানান, সিনেমাটির শুটিং কাজাখস্তানের দুর্গম কিছু স্থানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই হয়েছে। গল্পের সঙ্গে মানানসই লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তায় তাঁরা শুটিং শেষ করে দেশে ফিরেছেন। তিনি জানান, এবার দেশে শুটিং করার পালা।
অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিজ্ঞতা অনুযায়ী, কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তিনি বলেন, "আমার জীবনে এত লম্বা জার্নি কখনও করিনি। ট্রানজিট ও টানা ভ্রমণে মোটামুটি হাঁপিয়ে উঠি। কী যে ঠান্ডা, মাইনাস টু। তবে মাইনাস টু হলেও ফিল লাইক ৭-৮-এর মতো। আমার জীবনে এত ঠান্ডার মধ্যে শুটিং করিনি। এবার ‘দম’-এর শুটিংয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো।"
সিনেমাটিতে যুক্ত হওয়ার গল্প জানিয়ে অভিনেত্রী পূজা চেরী বলেন, "‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।" তিনি জানান, অডিশনের মাধ্যমে তিনি চূড়ান্ত হন এবং আনন্দে তখন তাঁর খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। পুরো যাত্রাটা তাঁর কাছে দারুণ লাগছে।
বিদেশে শুটিং শেষ হওয়ার পর এবার দেশে শুটিং শুরু হবে। তবে টিম আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চায় বলে জানা গেছে, তাই শুটিং শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি তাঁরা। সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম এই সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে আছেন। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।